স্থায়ী জামিন পেয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক

সংবাদ (আইন ও আদালত)

ঢাকার মাহনগর দায়রা জজ ইমরুল কায়েশ ২৫ নভেম্বর বুধবার তৌফিক ইমরোজ খালিদীর জামিন আবেদন মঞ্জুর করেন।

হাই কোর্টের আগাম জামিনের মেয়াদ শেষে গত ২০ অক্টোবর মঙ্গলবার এই আদালত থেকেই তৌফিক ইমরোজ খালিদীকে ২৫ নভেম্বর পর্যন্ত জামিন দেওয়া হয়েছিল।

দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর অদ্য শুনানি শেষে নিউজ এজিবিকে জানান এবার তাকে স্থায়ী জামিন দেওয়া হয়েছে।

তৌফিক ইমরোজ খালিদীর পক্ষে জামিন শুনানি করেন ঢাকা বারের সাবেক সভাপতি আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিব উল্লাহ হিরু ও ঢাকা বারের সাবেক সম্পাদক মিজানুর রহমান মামুন।

শুনানিতে নজিব উল্লাহ হিরু বলেন, “২০ অক্টোবর আমাদেরকে আজ পর্যন্ত জামিন প্রদান করেছিলেন। জামিন স্থায়ী করতে আজ আমরা এসেছি।”

তখন দুদকের আইনজীবী বিরোধিতা করে আদালতকে বলেন, “জামিনের বিরুদ্ধে আমরা হাই কোর্টে গিয়েছি।”

বিচারক তখন জানতে চান, ”হাই কোর্ট জামিন স্থগিত করেছে কি না, কোনো কাগজপত্র আছে কি-না।”

দুদকের আইনজীবী জানান, ”হাই কোর্ট জামিন স্থগিত করেনি।” বিচারক তখন জমিন স্থায়ীর আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

সূত্র: bdnews24.com

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *