কোন কিছু হারিয়ে গেলে কি করবেন?

অন্যান্য
সমস্যাঃ ধরুন, আপনার কোন মূল্যবান জিনিস-পত্র যেমন- মোবাইল, মানিব্যাগ, যে কোন প্রকার পরিচয়পত্র, পাসপোর্ট, চেকবই, লাইসেন্স, শিক্ষা সংক্রান্ত সনদ, দলিল, কোন প্রয়োজনীয় কাগজপত্র ইত্যাদি হারিয়ে গেলে ‍কিংবা খুঁজে পাওয়া না গেলে আপনার কি করা উচিৎ?

সমাধানঃ সর্বপ্রথম কথা হলো অন্যের কোন জিনিস আপনার কাছে থাকা বা রাখা যেমন বিপদজনক ঠিক তেমনি আপনার কোন জিনিস অন্যের কাছে থাকা বা রাখাও বিপদজনক। যে জিনিসটি প্রয়োজনীয় কিংবা অপ্রয়োজনীয় যাই হোক না কেন অথবা গুরুত্বপূর্ণ কিংবা গুরুত্বহীন যাই হোক না কেন।কেন বিপদজনক

ধরুন, আপনার জাতীয় পরিচয়পত্রটি হঠাৎ করে হারিয়ে গিয়েছে। আপনি বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিলেন না। কিন্তু ২/১ দিন পরেই দেখা গেল কোন এক ব্যক্তি খুন হয়েছে এবং মৃত দেহের পাশ থেকে পুলিশ আপনার জাতীয় পরিচয়পত্রটি জব্দ করেছে। আপনি কি ভাবতে পারছেন কি হতে পারে? আপনি হয়তো বলতে পারেন আমিতো খুন করি নাই। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে একটি হত্যা মামলায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে কত সময় এবং অর্থ চলে যাবে চিন্তাও করতে পারবেন না। আবার যদি ভাগ্য খারাপ হয় শাস্তিও হয়ে যেতে পারে।

আবার ধরুন, আপনি আপনার কোন এক বন্ধুর মালিকানাধিন একটি সিম কার্ড ব্যবহার করছেন। আপনার সেই বন্ধুটি কোন একটি অপরাধের সাথে জড়িয়ে পরেছে। পুলিশ আপনার বন্ধুকে খুঁজে না পেয়ে তার মালিকানাধীন সিম ট্র্যাকিং করে আপনার কাছে পৌঁছে গেল। এক্ষেত্রেও প্রাথমিক ভাবে সকল প্রকার ঝামেলা আপনাকেই সামলাতে হবে।

আইন সংক্রান্ত কোন বিষয় জানতে চাইলে আপনার প্রশ্নটি আমাদেরকে জানান; প্রশ্ন জানাতে এখানে ক্লিক করুন

কি করবেন

গুরুত্বপূর্ণ কিংবা গুরুত্বহীণ অথবা প্রয়োজনীয় কিংবা অপ্রয়োজনীয় যা কিছুই হোক না কেন আপনার মালিকানাধীন কোন কিছু হারিয়ে গেলে কিংবা খুঁজে পাওয়া না গেলে অবশ্যই কোন প্রকার বিলম্ব না করে নিকটস্থ থানায় গিয়ে বিষয়টি অবহিত করে সাধারণ ডায়রি এন্ট্রি করে নিজের কপিটি সংগ্রহ করে স্বযত্নে রেখে দিবেন। তাহলে পরবর্তী অনেক বড় বড় ঝামেলা থেকে বেঁচে যাবেন।

সাধারণ ডায়রি (জিডি) কি

সাধারণ ডায়রি বলতে বুঝায় কোন নির্দিষ্ট বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা এবং থানা কর্তৃপক্ষ থানায় রক্ষিত একটি নির্ধারিত বইয়ে উক্ত বিষয় লিপিবদ্ধ করবে এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নিবে। পুলিশ আইন, ১৮৬১ এর ৪৪ ধারা, পুলিশ রেগুলেশন অব বেংঙ্গল, ১৯৪৭ এর ৩৭৭ ধারা এবং ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৫৪ ও ১৫৫ ধারা অনুযায়ী সাধারণ ডায়রি লিপিবদ্ধ করা হয়ে থাকে।

সাধারণ ডায়রি (জিডি) এন্ট্রি করার পদ্ধতি

সাধারণ ডায়রি (জিডি) ০২ (দুই) ভাবে করতে পারবেন-

  1. অনলাইনে সাধারণ ডায়রি (জিডি) এন্ট্রি; এবং
  2. থানায় গিয়ে সাধারণ ডায়রি (জিডি) এন্ট্রি।

অনলাইনে সাধারণ ডায়রি (জিডি) এন্ট্রিঃ অনলাইন জিডি এন্ট্রি সার্ভিসটি এখন পর্যন্ত শুধুমাত্র হারানো অথবা প্রাপ্তি সংক্রান্ত বিষয়ে চালু রয়েছে এবং পরীক্ষামূলকভাবে শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশের সূত্রাপুর, কলাবাগান ও ক্যান্টনমেন্ট এবং ময়মনসিংহ জেলার সদর ও ভালুকা থানা এলাকায় চালু আছে। এর বাইরে অন্য যেকোন থানায় সশরীরে থানায় গিয়ে জিডি এন্ট্রি করতে হবে। অনলাইনে জিডি এন্ট্রি করতে জাতীয় পরিচয় পত্রের নম্বর, একটি সচল মোবাইল নম্বর এবং জন্ম তারিখ প্রয়োজন হবে। অনলাইন জিডি এন্ট্রি করতে এখানে ক্লিক করুন এবং নির্দেশনাগুলো অনুসরণ করুন।

এই ব্লগে আপনার নিজের লেখা আর্টিকেল প্রকাশ করতে আমাদেরকে পাঠান; আর্টিকেল পাঠাতে এখানে ক্লিক করুন

 

থানায় গিয়ে সাধারণ ডায়রি (জিডি) এন্ট্রিঃ থানায় গিয়ে জিডি এন্ট্রি করতে হলে নিম্নলিখিত পদ্ধতিতে জিডি’র দু’টি কপি প্রস্তুত করে হারিয়ে যাওয়া ডকুমেন্টের একটি ফটোকপি কিংবা কোন পণ্য (যেমন মোবাইল ইত্যাদি) হলে যথাসম্ভব প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি সহ থানায় গিয়ে কর্তব্যরত পুলিশ অফিসারকে সকল বিষয় খুলে বলে আপনার পূর্বলিখিত জিডি’র দু’টি কপি এবং অন্যান্য কাগজপত্র পুলিশ অফিসারকে প্রদান করুন। তিনি সম্পূর্ণ ঘটনা নির্ধারিত বইয়ে লিপিবদ্ধ করে আপনাকে একটি কপি ফেরত প্রদান করবেন। উক্ত কপিতে সাধারণ ডায়রি নম্বর, তারিখ এবং উক্ত পুলিশ অফিসারের স্বাক্ষর অন্তর্ভুক্ত থাকবে।

সাধারণ ডায়রি (জিডি) লেখার পদ্ধতিঃ

তারিখঃ ………………

বরাবর,
ভারপ্রাপ্ত কর্মকর্তা,
………………..থানা, ঢাকা।

 

বিষয় : সাধারণ ডায়রি এন্ট্রির জন্য আবেদন।

 

জনাব,

আমি, নিম্ন স্বাক্ষরকারী নাম: ………………………………… বয়স : ……………………………………………………… পিতা/স্বামী : ……………………………………………….. ঠিকানা : ……………………………………………………. এই মর্মে জানাচ্ছি যে আজ/গত …………………….. তারিখ ……………. সময় ………………………….জায়গা থেকে আমার নিম্নবর্ণিত কাগজ/মালামাল হারিয়ে গেছে।

বর্ণনা : (যা যা হারিয়েছে)

অতএব বিনীত নিবেদন, উক্ত বিষয়টি থানায় অবগতির জন্য সাধারণ ডায়েরিভুক্ত করার অনুরোধ করছি।

 

বিনীত

নামঃ
ঠিকানাঃ
মোবাইল নম্বরঃ

 

উল্লেখ্য যে, সাধারণ ডায়রি (জিডি) এন্ট্রি সবসময় স্থানীয় থানায় করতে হয়। অর্থাৎ আপনার বাসা বা অফিস যেখানেই হোক না কেন, আপনার জিনিসটি যে এলাকায় হারিয়েছে সেখানকার স্থানীয় থানাতেই জিডি এন্ট্রি করতে হবে। আর কোন কিছু না হারিয়ে চুরি হয়ে গেলে অবশ্যই সাধারণ ডায়রি (জিডি) এন্ট্রি না করে এফআইআর করবেন।

আলোচকঃ
মো. এস এইচ সোহাগ,
আইনজীবী, জজ কোর্ট, ঢাকা।
বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *