হাইকোর্ট ডিভিশনের লিখিত পরীক্ষার অনলাইন আবেদন ফরম পূরণ করার পদ্ধতি

অন্যান্য
বন্ধুদের সাথে শেয়ার করুন
আবেদন ফরমে রয়েছে মোট ০৬ (ছয়) টি পৃষ্ঠা। এই ০৬ (ছয়) টি পৃষ্ঠা পূরণ করতে যা যা লাগবে-
 
১। বার কাউন্সিল কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশন কার্ড। (কারণ লগইন করতে রেজিস্ট্রেশন নম্বর লাগবে।)
 
২। ইন্টিমেশন ফরমের ফটোকপি। (কারণ ফরম পূরণ করতে যে সকল তথ্য লাগবে এখানে প্রায় সবই পেয়ে যাবেন।)
 
৩। SSC এবং HSC এর সার্টিফিকেট অথবা রেজিস্ট্রেশন কার্ড। (কারণ SSC এবং HSC এর রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর প্রয়োজন হবে।)
 
৪। Birth Certificate / NID / Password এর যে কোন একটি। (কারণ এর যে কোন একটির নম্বর অনলাইন ফরমে টাইপ করে দিতে হবে।)
 
৫। 300X300 Pixels এর একটি ছবির সফট কপি। (কারণ এটি আপলোড করতে হবে।)
 
৬। 300X80 Pixels এর একটি স্বাক্ষরের স্ক্যান কপি। (কারণ এটিও আপলোড করতে হবে।)
 
৭। [সকলের জন্য প্রযোজ্য নহে] যারা পূর্বেই ফরম ফিলাপের টাকা জমা দিয়েছেন তাদের জন্য জমা স্লিপের মূল কপির স্ক্যান কপি। (কারণ এটি আপলোড করতে হবে এবং এর তথ্য অনলাইন ফরমে টাইপ করে দিতে হবে।
 
ফরম পূরণ পদ্ধতিঃ
 
প্রথমে এখানে ক্লিক করুন তাহলে আপনাকে Application Login পেজে নিয়ে যাবে। সেখানে রেজিস্ট্রেশন নম্বর, রেজিস্ট্রেশনের বছর, আবেদনকারীর ধরন এবং NID নম্বর দিয়ে সাবমিট করতে হবে। তাহলেই রেজিস্ট্রেশন ফরমের প্রথম পৃষ্ঠা চলে আসবে।
 
>> প্রথম পৃষ্ঠা (Personal Information)-
1st Page of Registration Form
1st Page of Registration Form
এখানে Name, Fathers Name এবং Nationality পূরণ করা থাকবে। শুধুমাত্র পূরণ করতে হবে-
Mothers Name:
Gender:
Date of Birth:
এবং
Birth Certificate / NID / Password এর যে কোন একটির নম্বর পূরণ করে Next বাটনে ক্লিক করলেই দ্বিতীয় পৃষ্ঠা চলে আসবে।
>> দ্বিতীয় পৃষ্ঠা (Contact Information)-
2nd Page of Registration Form
2nd Page of Registration Form
এখানে নিজের মোবাইল নম্বর ২ বার, ইমেইল আইডি, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা পূরণ করে Next বাটনে ক্লিক করলেই তৃতীয় পৃষ্ঠা চলে আসবে।
 
>> তৃতীয় পৃষ্ঠা (Educational Information)-
3rd Page of Registration Form
3rd Page of Registration Form
এখানে SSC, HSC এবং LLB এর যাবতীয় তথ্য পূরণ করতে হবে। এর পরে Optional আরো ৩টি চেক বক্স রয়েছে। এগুলো বাধ্যতামূলক নয়। এগুলো হলো অন্য কোন Graduation, Post Graduation এবং Bar-at-Law থাকলে সেগুলোর তথ্যও পূরণ করতে পারবেন। এই পৃষ্ঠার সকল তথ্য পূরণ করে Next বাটনে ক্লিক করলেই চতুর্থ পৃষ্ঠা চলে আসবে।
 
>> চতুর্থ পৃষ্ঠা (Bar Related Information)-
4th Page of Registration Form
4th Page of Registration Form
এখানে Registration Number, Registration Year, Applicant Type, Pupilage Contract Date, Name of Bar Association এবং Name of Senior -এর ঘরগুলো পূরণ করা থাকবে। শুধুমাত্র পূরণ করতে হবে-
Date of Enrollment:
Date of Membership:
এবং
2021 সাল পর্যন্ত বার কাউন্সিলের সকল ফিস ক্লিয়ার আছে কিনা সেটা নিশ্চিত করতে ক্লিয়ার থাকলে Yes রেডিও বাটনে অথবা ক্লিয়ার না থাকলে No রেডিও বাটনে ক্লিক করে Next বাটনে ক্লিক করলেই পঞ্চম পৃষ্ঠা চলে আসবে।
 
>> পঞ্চম পৃষ্ঠা (Payment Information)-
5th Page of Registration Form
5th Page of Registration Form
যারা টেলিটক সিমের মাধ্যমে অনলাইনে ফরম ফিলাপের টাকা জমা দিবেন তারা এখানে No রেডিও বাটনে ক্লিক করে Next বাটনে ক্লিক করলেই ষষ্ঠ পৃষ্ঠা চলে আসবে।
 
আর যারা পূর্বেই ব্যাংকে ফরম ফিলাপের টাকা জমা দিয়েছেন তারা Yes রেডিও বাটনে ক্লিক করে ব্যাংক জমা স্লিপের যাবতীয় তথ্য (Payment Type, Bank Name, Branch Name, Amount, Slip No) পূরণ করে Browse বাটনে ক্লিক করে ব্যাংক জমা স্লিপের স্ক্যান কপি আপলোড করে Next বাটনে ক্লিক করলেই ষষ্ঠ পৃষ্ঠা চলে আসবে।
 
>> ষষ্ঠ পৃষ্ঠা (Photo & Signature)-
6th Page of Registration Form
6th Page of Registration Form
এখানে ২টি Browse বাটন রয়েছে। ১ম বাটনে ক্লিক করে ছবি আপলোড করে তারপর ২য় বাটনে ক্লিক করে স্বাক্ষরের স্ক্যান কপি আপলোড করে নিচে থাকা Declaration এর চেকবক্সে চেকমার্ক করে Preview বাটনে ক্লিক করলেই সম্পূর্ণ ফরমের ০৬ (ছয়) টি পৃষ্ঠাই একসাথে চলে আসবে।
 
এবার খুব ভালো করে সবকিছু মিলিয়ে দেখতে হবে। কোথাও ভুল হলে সবার নিচে থাকা Back to Form বাটনে ক্লিক করে পিছনে গিয়ে ঠিক করতে হবে এবং সবকিছু ঠিক থাকলেই Submit বাটনে ক্লিক করে অনলাইন ফরমটি সাবমিট করে দিতে হবে। তাহলেই আপনি একটি USER ID পেয়ে যাবেন।
 
এবার আপনাকে ফরম ফিলাপের #ফি প্রদান করতে একটি টেলিটক সিমে ১২,৯৬০/- + (২ টি SMS এর চার্জ) অর্থাৎ কমপক্ষে ১২৯৭০/- টাকা ব্যালেন্স রেখে উক্ত সিম থেকে ২টি SMS পাঠাতে হবে।
 
>> SMS পাঠানোর পদ্ধতি-
 
প্রথম SMS-
BAR<space>USER ID লিখে সেন্ড করুন 16222 নাম্বারে।
 
SMS সঠিকভাবে সেন্ড হলে একটি রিপ্লাই SMS-এ Applicants Name, Candidate’s type এবং একটি Pin পাবেন। তারপরেই দ্বিতীয় SMS পাঠাতে হবে।
 
দ্বিতীয় SMS-
BAR<space>YES<space>PIN লিখে সেন্ড করুন 16222 নাম্বারে।
 
SMS সঠিকভাবে সেন্ড হলে একটি রিপ্লাই SMS-এ Congratulations, Successful submission of fee, USER ID & PASSWORD পাবেন। অর্থাৎ আপনার অনলাইন ফরম ফিলাপ এবং পেমেন্ট সঠিক ভাবে সম্পন্ন হয়েছে।
 
খুবই_গুরুত্বপূর্ণ_বিষয় অবশ্যই USER ID এবং PASSWORD সংরক্ষণ করে রাখবেন। কারণ পরবর্তীতে Admit Card ডাউনলোড করতে এই দু’টির প্রয়োজন হবে।
#High_Court
#Application_Form
#Written_Examination

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *