পুলিশ কি ওয়ারেন্ট ছাড়া কাউকে অ্যারেস্ট করতে পারে?

অন্যান্য আইনগত অধিকার মানবাধিকার

প্রশ্নঃ পুলিশ কি ওয়ারেন্ট ছাড়া কাউকে অ্যারেস্ট করতে পারে?

উত্তরঃ আমরা অনেক সময় শুনে থাকি পুলিশ ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেফতার করতে পারে না; আবার অনেক সময় শুনে থাকি পুলিশ যে কোন সময় যে কাউকে গ্রেফতার করতে পারে। আসলে কোনটি সঠিক, কেন সঠিক আর কতটুকুইবা সঠিক সেটাই আজকের আলোচ্য বিষয়।

ফৌজদারি কার্যবিধির ২য় তফসিলে বর্ণিত মতে আমলযোগ্য মামলার ক্ষেত্রে (বড় কোন অপরাধের ক্ষেত্রে) পুলিশ ওয়ারেন্ট ছাড়া কোন ব্যক্তিকে গ্রেফতার করতে পারে এবং আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে (ছোট কোন অপরাধের ক্ষেত্রে) ওয়ারেন্ট সহ কোন ব্যক্তিকে গ্রেফতার করতে পারে। ইহা ছাড়াও ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ৫৪ ধারার বিধানমতে পুলিশ বিনা পরোয়ানায় কোন ব্যক্তিকে গ্রেফতার করতে পারে।

আইন সংক্রান্ত কোন বিষয় জানতে চাইলে আপনার প্রশ্নটি আমাদেরকে জানান; প্রশ্ন জানাতে এখানে ক্লিক করুন

উক্ত ধারা অনুযায়ী পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের আদেশ বা গ্রেফতারী পরোয়ানা ছাড়া নিম্নোক্ত ব্যক্তিগণকে গ্রেফতার করতে পারে;

  1. কোন আমলযোগ্য অপরাধের সাথে জড়িত বা কারো বিরুদ্ধে আমলযোগ্য অপরাধে জড়িত থাকার অভিযোগ করা হয়েছে বা বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে বা যুক্তিসংগত সন্দেহ রয়েছে এমন কোন ব্যক্তি;
  2. আইনসংগত কারণ ব্যতিত ঘর ভাঙ্গার কোনো সরঞ্জাম বহনকারী ব্যক্তি;
  3. আইন অনুযায়ী অপরাধী ঘোষিত ব্যক্তি;
  4. চোরাই মাল বহন বা সন্দেহ করা হচ্ছে এরূপ চোরাই মাল সম্পর্কিত কোন অপরাধী ব্যক্তি;
  5. পুলিশ অফিসারের দায়িত্ব পালনে বাধা দানকারী ব্যক্তি অথবা আইনসঙ্গত হেফাজত হতে পালিয়েছে বা পালানোর চেষ্টা করেছে এমন ব্যক্তি;
  6. বাংলাদেশের কোনো সশস্ত্র বাহিনী থেকে পালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে এমন ব্যক্তি;
  7. অন্য কোন পুলিশ অফিসারের নিকট থেকে গ্রেফতারের জন্য অনুরোধকৃত ব্যক্তি (তবে অনুরোধপত্রে গ্রেফতারের কারণ বা আনীত অভিযোগ সম্পর্কে সুস্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে);
  8. যে ব্যক্তি এমন কোনো কাজ বাংলাদেশের বাইরে করেছে যা বাংলাদেশে করলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হত;
  9. কোনো সাজাপ্রাপ্ত ব্যক্তি যে মুক্তির পর তার বাসস্থান পরিবর্তন বা বাসস্থানে অনুপস্থিতি সম্পর্কে সরকারকে অবহিত করতে ব্যর্থ হয়েছেন।

এছাড়াও ফৌজদারি কার্যবিধির ৫৫ ধারায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ০৩ (তিন) শ্রেণীর ব্যক্তিকে যুক্তিসংগতভাবে সন্দেহ হলে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন বা অন্যকে গ্রেফতারের আদেশ দিতে পারেন। তারা হলেন,

  1. আমলযোগ্য অপরাধ করার উদ্দেশ্যে কোন ব্যক্তি নিজের পরিচয় গোপন করে কোথাও অবস্থান করেছে মর্মে সন্দেহ হলে;
  2. যে ব্যক্তির প্রকাশ্য কোন জীবিকা নেই কিংবা নিজের সম্পর্কে সন্তোষজনক বিবরণ দিতে পারে না; এবং
  3. চোর বা ডাকাত বলে পরিচিত কোন ব্যক্তি।

ফৌজদারি কার্যবিধির উল্লেখিত ধারাদ্বয় বুঝতে কষ্ট হলেও এতটুকু স্পষ্ট যে পুলিশ চাইলেই যে কাউকে যে কোন সময় গ্রেফতার করতে পারে। কথাটি আইন বিরুদ্ধ হয়ে গেল কি? সাধারণ দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে দেখা যায় যে কাউকে যে কোন সময় গ্রেফতার করার জন্য উল্লেখিত কারণগুলো থেকে যে কোন একটি কারণ সৃষ্টি করা খুব একটা কঠিন কিছু নয়। কথায় আছে “Law is nothing but some codified common sense” সুতরাং সাধারণ বোধকে কাজে লাগালেই সঠিক উত্তর পাওয়া যায়।

যদিও বিশ্বের উন্নত দেশগুলোতে ওয়ারেন্ট ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেফতার করার নিয়ম নেই। তাছাড়া ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার Criminal Jurisprudence সমর্থন করে না।

এই ব্লগে আপনার নিজের লেখা আর্টিকেল প্রকাশ করতে আমাদেরকে পাঠান; আর্টিকেল পাঠাতে এখানে ক্লিক করুন

 

এছাড়াও BALST Vs. BANGLADESH [55 (2003) DLR (HCD) 363] মামলায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ও ১৬৭ (রিমান্ড সম্পর্কিত ধারা- এ সম্পর্কে অন্য কোন আর্টিকেলে আলোচনা করবো) ধারাটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের সাথে কিছুটা সামঞ্জস্যহীন এবং তা সংশোধনের প্রয়োজন বলে মহামান্য হাইকোর্ট মত দিয়েছেন। আর যতদিন আইন সংশোধন না হচ্ছে ততদিন ৫৪ ধারার অধীনে গ্রেফতার এবং ১৬৭ ধারার অধীনে রিমান্ডের ক্ষেত্রে পুলিশসহ সংশ্লিষ্ট সকলকে অবিলম্বে ১৫ টি নির্দেশনা অনুসরণ করতে বলেছেন।

আশা করছি পুলিশসহ সংশ্লিষ্ট সকলে মহামান্য হাইকোর্ট বিভাগের উক্ত নির্দেশনাগুলো অনুসরণ করবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি কোন পুলিশ অফিসার উক্ত নির্দেশনা না মেনে সরাসরি ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারার ক্ষমতা প্রয়োগ করে আপনাকে অ্যারেস্ট করে তাহলে প্রাথমিক পর্যায় আপনার কিছু করার থাকবে না। সুতরাং আইন সংশোধন না হওয়া পর্যন্ত এটা স্পষ্ট যে, পুলিশ এখনো পর্যন্ত ওয়ারেন্ট ছাড়া যে কাউকে অ্যারেস্ট করতে পারে।

আলোচকঃ
মো. এস এইচ সোহাগ,
আইনজীবী, জজ কোর্ট, ঢাকা।
বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *