আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা

সংবাদ (আইন ও আদালত)
বন্ধুদের সাথে শেয়ার করুন

আগামী ১৯ ডিসেম্বর অ্যাডভোকেটশিপ তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ১৩ হাজার শিক্ষার্থীর লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ বার কাউন্সিল।

আজ বুধবার (২৫ নভেম্বর) বার কাউন্সিলের ওয়েবসাইটে সংস্থার সচিব মোঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বার কাউন্সিল সচিব স্বাক্ষরিত নোটিশে বলা হয়, “বিগত ২৬-০৯-২০২০ইং তারিখের স্থগিতকৃত এনরোলমেন্ট লিখিত পরীক্ষা আগামী ১৯-১২-২০২০ইং তারিখ রোজ শনিবার সকাল ৯:০০ ঘটিকা হইতে বেলা ১:০০ ঘটিকা পর্যন্ত ঢাকা শহরের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হইবে।”

এই পরীক্ষাটি গত ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল না পাওয়ার কারণে স্থগিত করা হয়। বার কাউন্সিল সচিব স্বাক্ষরিত গত ২০ সেপ্টেম্বরের নোটিশে বলা হয়, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের তত্ত্বাবধানে বার কাউন্সিলের আগামী ২৬ সেপ্টেম্বর (শনিবার) অনুষ্ঠিতব্য এনরোলমেন্ট লিখিত পরীক্ষা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাময়িক অপারগতার কারণে আপাতত স্থগিত করা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ১৩ সেপ্টেম্বর এক পত্রে বলেছে যে, বর্তমান মহামারি করোনাকালীন পরিস্থিতির কারণে এবং বিভিন্ন কেন্দ্র শেষ মুহূর্তে পরীক্ষা গ্রহণে অসম্মতি প্রকাশ করায় উল্লিখিত পরীক্ষাটি গ্রহণ করা সম্ভব হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে স্বল্প সময়ের নোটিশে উল্লিখিত পরীক্ষাটি পরবর্তীতে গ্রহণ করা হবে।”

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *