আপনার বিরুদ্ধে চেকের মামলা হলে কি করবেন

আইনগত অধিকার চেক সংক্রান্ত

সমস্যাঃ ধরুন, কোন এক সময় আপনি যে কোন প্রয়োজনে কোন এক ব্যক্তিকে একটি চেক প্রদান করেছিলেন। হঠাৎ করে জানতে পারলেন ঐ ব্যক্তি উক্ত চেকটি ব্যবহার করে আপনার বিরুদ্ধে The Negotiable Instrument Act, 1881 এর অধীনে একটি মামলা দায়ের করেছে। – এক্ষেত্রে আপনার কি করণীয়?

সমাধানঃ এই বিষয় সমাধান দেয়ার পূর্বে আমি সতর্ক করতে চাই যে, খুব বেশী প্রয়োজন না হলে নিজের চেক অন্যকে প্রদান করা থেকে বিরত থাকবেন। আর অবশ্যই আপনার ব্যাংকে যে পরিমান টাকা থাকবে তার থেকে অতিরিক্ত এমাউন্টের চেক প্রদান করবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কখনো কাউকে খালি চেক (Blank Cheque) প্রদান করবেন না।কোন ব্যক্তি আপনার প্রদত্ত চেক ডিসঅনার করে মামলা করে থাকলে মামলা করার পূর্বেই আপনার জানতে পারার কথা কারণ এই ধরনের মামলা করতে হলে উক্ত ব্যক্তিকে মামলা দায়েরের ন্যূনতম ৩০ দিন পূর্বে আপনার প্রতি লিগ্যাল নোটিশ ইস্যু করতে হবে। আর তাই উক্ত লিগ্যাল নোটিশটি পূর্বেই আপনার পাওয়ার কথা।

[বিঃদ্রঃ এই ধরনের লিগ্যাল নোাটিশ পেয়ে থাকলে উক্ত নোটিশ সহ সাথে সাথেই একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হওয়া উচিত। তাহলে আপনি ভবিষ্যতের অনেক ঝামেলা থেকে বেঁচে যাবেন]

আইন সংক্রান্ত কোন বিষয় জানতে চাইলে আপনার প্রশ্নটি আমাদেরকে জানান; প্রশ্ন জানাতে এখানে ক্লিক করুন

কোন কারণে উক্ত লিগ্যাল নোটিশটি না পেয়ে থাকলে ভয়ের কিছু নেই, খুব বেশী অসুবিধা আপনার হবে না। এক্ষেত্রে আপনি যদি বিজ্ঞ আদালত কর্তৃক ইস্যুকৃত সমন পেয়ে থাকেন সেক্ষেত্রেও উক্ত সমনের কপি সহ সমনে প্রদত্ত পরবর্তী তারিখের পূর্বেই একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হবেন। তাহলে আপনি অন্তত আকস্মিক গ্রেফতারের হাত থেকে বেঁচে যাবেন।

কোন কারণে উক্ত সমনও না পেয়ে থাকতে পারেন, সেক্ষেত্রে আশ্চর্য হওয়ার কিংবা ভয়ের কিছু নেই। তবে এক্ষেত্রে খুব বেশী সতর্কতা অবলম্বন করতে হবে নচেৎ আপনি Arrest Warrant মূলে গ্রেফতার হয়ে যেতে পারেন। এরূপ পরিস্থিতিতে যতদ্রুত সম্ভব একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হতে হবে; তাহলেই কেবলমাত্র গ্রেফতার এড়িয়ে অনেকটা ভোগান্তির হাত থেকে বেঁচে যাবেন।

এই ব্লগে আপনার নিজের লেখা আর্টিকেল প্রকাশ করতে আমাদেরকে পাঠান; আর্টিকেল পাঠাতে এখানে ক্লিক করুন

 

উল্লেখিত পরিস্থিতিগুলোর ক্ষেত্রে আপনি যতদ্রুত একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হবেন ততই আপনি বিভিন্ন ক্ষতির হাত থেকে বেঁচে যেতে পারবেন।

এই ধরনের মামলার ক্ষেত্রে খুব বেশী ভীতসন্ত্রস্ত হওয়ার কোন কারণ নেই। সময় মতো একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করে সে অনুযায়ী চলতে পারলে থানায় কিংবা জেলখানায় এক মুহুর্তও থাকতে হবে না।

আলোচকঃ
মো. এস এইচ সোহাগ,
আইনজীবী, জজ কোর্ট, ঢাকা।
বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *