স্ত্রীর বিরুদ্ধে যৌতুকের মামলা

স্ত্রীর বিরুদ্ধে স্বামী যৌতুকের মামলা করতে পারবে কি?

আইনগত অধিকার যৌতুক
বন্ধুদের সাথে শেয়ার করুন

সমস্যাঃ ধরুন, আপনার স্ত্রী কিংবা তার পরিবারের কেউ আপনার কাছে কিংবা আপনার পরিবারের কাছে যৌতুক দাবি করে সংসারে বিভিন্ন প্রকার অশান্তি সৃষ্টি করছে। – এক্ষেত্রে আপনার কি করণীয় অর্থাৎ স্ত্রীর বিরুদ্ধে কোন স্বামী যৌতুকের মামলা দায়ের করতে পারবে কিনা?

সমাধানঃ উল্লেখিত ক্ষেত্রে আপনি আপনার স্ত্রীর বিরুদ্ধে কিংবা তার পরিবারের যে/যাহারা যৌতুক দাবি করবে তার/তাদের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইন, ২০১৮ এর বিধান মতে আইনগত প্রতিকার পেতে পারেন। এক্ষেত্রে আপনাকে অবশ্যই যৌতুকের সংজ্ঞাটি ভালো করে বুঝতে হবে।

যৌতুকের সংজ্ঞা
‘‘যৌতুক’’ অর্থ বিবাহের এক পক্ষ কর্তৃক অন্য পক্ষের নিকট বিবাহ অব্যাহত রাখার শর্তে দাবিকৃত বা প্রদত্ত কিংবা প্রদানের জন্য সম্মত কোনো অর্থ-সামগ্রী বা অন্য কোনো সম্পদকে বুঝায়। [আত্মীয়-স্বজন কর্তৃক প্রদত্ত উপহার সামগ্রী এই সংজ্ঞার আওতায় পরবে না।]

উল্লেখিত সংজ্ঞা থেকে ০২ (দুই) টি বিষয় ক্লিয়ার –

  1. শুধুমাত্র বরপক্ষ না কনেপক্ষও কোন অর্থ-সামগ্রী কিংবা সম্পদ দাবি করলে সেটা যৌতুক হিসেবে গণ্য হবে।
  2. এখানে শুধুমাত্র ”বর” কিংবা “কনে” বলা হয় নাই বরং ”পক্ষ” বলা হয়েছে; অর্থাৎ পরিবারের কেউ যৌতুক দাবি করলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

সুতরাং আপনি আপনার স্ত্রী বিরুদ্ধে কিংবা তার পরিবারের যে/যাহারা যৌতুক দাবি করবে তার/তাদের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইন, ২০১৮ এর ৩ ধারায় মামলা দায়ের করতে পারবেন।

আইন সংক্রান্ত কোন বিষয় জানতে চাইলে আপনার প্রশ্নটি আমাদেরকে জানান; প্রশ্ন জানাতে এখানে ক্লিক করুন

কোথায় মামলা দায়ের করা যাবে
বর্তমানে যৌতুক নিরোধ আইন, ২০১৮ এর বিধান মতে থানায় কিংবা সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা যাবে। ২০১৮ সালের এই আইন কার্যকর হওয়ার পূর্বে যৌতুক নিষিদ্ধকরণ আইন, ১৯৮০ (সংশোধিত ১৯৮৪) বিদ্যমান ছিল; যখন থানায় মামলা করার সুযোগ ছিলো না; শুধুমাত্র বিজ্ঞ আদালতেই মামলা দায়ের করা যেত।

সুতরাং বর্তমানে আপনি চাইলে থানায় গিয়ে আপনার স্ত্রীর বিরুদ্ধে কিংবা তার পরিবারের যে/যাহারা যৌতুক দাবি করবে তার/তাদের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা করতে পারবেন। থানায় যদি মামলা নিতে না চায় তাহলে কোন প্রকার বিলম্ব না করে একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হয়ে তার পরামর্শ মতো সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে মামলা দায়ের করুন। এক্ষেত্রে বিজ্ঞ আদালত সরাসরি মামলা আমলে গ্রহণ করে আসামির বিরুদ্ধে সমন ইস্যু করতে পারেন কিংবা সরাসরি আমলে গ্রহণ না করে সংশ্লিষ্ট থানাকে আদেশ দিতে পারেন তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য। তদন্ত প্রতিবেদনে আপনার অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিজ্ঞ আদালত তখন মামলাটি আমলে গ্রহণ করে আসামির বিরুদ্ধে সমন ইস্যু করতে পারেন।

কত দিনের মধ্যে মামলা করতে হবে
যদিও পুরাতন আইনে অর্থাৎ যৌতুক নিষিদ্ধকরণ আইনে যৌতুক দাবির ০১ (এক) বছরের মধ্যে মামলা দায়ের করা না হলে বিজ্ঞ আদালত মামলা আমলে নিবেন না মর্মে বলা ছিলো কিন্তু বর্তমান আইনে অর্থাৎ যৌতুক নিরোধ আইন, ২০১৮ তে সেরকম কোন সময়ের উল্লেখ নাই, তাই আইনগত ভাবে যে কোন সময় মামলা দায়ের করতে পারবেন। তবুও আমার পরামর্শ থাকবে কোন প্রকার বিলম্ব না করা।

এই ব্লগে আপনার নিজের লেখা আর্টিকেল প্রকাশ করতে আমাদেরকে পাঠান; আর্টিকেল পাঠাতে এখানে ক্লিক করুন

 

যৌতুক দাবির শাস্তি
সর্বনিম্ন ১ (এক) বৎসর থেকে সর্বোচ্চ ৫ (পাঁচ) বৎসর কারাদণ্ড বা সর্বোচ্চ ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড।

সতর্কতা
বিশেষভাবে সতর্ক করছি যে, অন্যের ক্ষতিসাধনের উদ্দেশ্যে মিথ্যা যৌতুকের মামলা দায়ের করা থেকে বিরত থাকবেন। যৌতুক নিরোধ আইন, ২০১৮ এর ৬ ধারার বিধানমতে মিথ্যা মামলা দায়ের শাস্তিযোগ্য অপরাধ।

মিথ্যা মামলা দায়েরে শাস্তি
সর্বোচ্চ ৫ (পাঁচ) বৎসর কারাদণ্ড বা সর্বোচ্চ ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড।

আলোচকঃ
মাফতিজা নূর লুচী,
আইনজীবী, জজ কোর্ট, ঢাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *