এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের দ্বিতীয়বার লিখিত পরীক্ষা দিতে রি-অ্যাপেয়ার ফরম ফিলাপ করতে হবে

সংবাদ (আইন ও আদালত)

২০২০ সালের ১৩ আগস্ট প্রকাশিত বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় অংশগ্রহণ সংক্রান্ত সংশোধিত বিধিমালা (Bar Council Rules এর সংশোধিত 60A বিধি) অনুযায়ী এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় একবার উত্তীর্ণ হওয়া প্রার্থীরা পরপর দুইবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাইবে বিধায় ২০১৭ সালের ২১ জুলাই অনুষ্ঠিত আইনজীবী তালিকাভুক্তির প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীগণকে দ্বিতীয়বার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে ফরম ফিলাপ করতে হবে।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বার কাউন্সিলের ওয়েবসাইটে সংস্থার সচিব মোঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, যে পরীক্ষার্থীগণ পূর্ব নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ গত ৮ সেপ্টেম্বরের মধ্যে ফরম ফিলাপ করতে ব্যর্থ হয়েছে তাদেরকে পুনরায় লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগামী ৩ ডিসেম্বরের মধ্যে ফরম ফিলাপ করে বার কাউন্সিলের অফিসে জমা দিতে হবে। তবে গত ৮ সেপ্টেম্বরের মধ্যে যারা রি-অ্যাপেয়ার ফরম ফিলাপ করেছেন তাদের নতুন করে ফরম ফিলাপের প্রয়োজন নেই।

বিজ্ঞপ্তি অনুযায়ী দ্বিতীয়বার লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষা ফি বাবদ ব্যাংক ড্রাফ্‌ট অথবা নীল রশিদে ১৫০০/- টাকা এবং ফরম ফি বাবদ ব্যাংক ড্রাফ্‌ট অথবা হলুদ রশিদে ৫০০/- টাকার স্লীপ/ড্রাফ্‌ট সংযোজন করে বার কাউন্সিল অফিসে আগামী ৩ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে।

এছাড়া দ্বিতীয়বার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে বার কাউন্সিলের (Re-appear) ফরমের সাথে ২০১৭ সালের ২১ জুলাই অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। এক্ষেত্রে ফরমের নির্ধারিত জায়গায় প্রবেশপত্রে উল্লেখিত রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করতে হবে। এসব কাগজপত্রের পাশাপাশি সম্প্রতি তোলা প্রার্থীর ৩ কপি রঙ্গিন ছবি ও ব্যাংক স্লীপ/ড্রাফ্‌টের কপিও জমা দিতে হবে।

সকল কাজজপত্র সঠিক থাকা সাপেক্ষে লিখিত পরিক্ষার্থীদের প্রবেশপত্র প্রস্তুত করা হবে। প্রবেশপত্র বিতরণের সময়সূচী পরবর্তীতে বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *